1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে-কিশোরগঞ্জে আবু হানিফ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আগামী ৪ সেপ্টেম্বর আপিল বিভাগের রায় দীর্ঘ ২২ বছর পর বাজিতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনঃ সভাপতি ইকবাল-সম্পাদক মনিরুজ্জামান নির্বাচিত আন্দোলনের জন্য বের হলে সন্তানরা বাধা দিত, স্ত্রীরা আড়ালে কাঁদতোঃ শরীফুল আলম কটিয়াদীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ কিশোরগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট পরিদর্শন করলেন অধ্যাপক রমজান আলী নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে: নাহিদ ইসলাম বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান

আন্দোলনের জন্য বের হলে সন্তানরা বাধা দিত, স্ত্রীরা আড়ালে কাঁদতোঃ শরীফুল আলম

  • প্রকাশিত: বুধবার, ২০ আগস্ট, ২০২৫
  • ৪ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধিঃ

জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা আজকে কথা বলার পরিবেশ পেয়েছি। আমরা যারা আন্দোলনের সামনে ছিলাম- মিছিলের জন্য, সমাবেশের জন্য, মানববন্ধনের জন্য ঘর থেকে বের হতাম, তখন আমাদের সন্তানরা পায়ে ধরে বাধা দিত, স্ত্রী আড়ালে গিয়ে কান্না করতো, আর মা কাঁদতে কাঁদতে চোখের নিচে ঘা করে ফেলেছিল বলে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম বলেছেন।

গতকাল মঙ্গলবার (১৯ আগস্ট) দুপুরে সুদীর্ঘ ২২ বছর পর অনুষ্ঠিত কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শরীফুল আলম আরও বলেন, তখনকার সময় এতটাই ভয়াবহ ছিল যে আমাদের বাঁচার কোনো গ্যারান্টি ছিল না। আল্লাহর রহমতে আজ আমরা স্বাধীনভাবে বক্তব্য রাখতে পারছি, কথা বলতে পারছি, সম্মেলন করতে পারছি।

তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বলেন, হাজার মাইল দূরে থেকেও তিনি নেতৃত্ব দিয়ে বাংলাদেশের মানুষের বিজয় নিশ্চিত করেছেন।

বিএনপি একটি পরিবার উল্লেখ করে শরীফুল আলম আরও বলেন, আজকে এই পরিবারের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। আমাদের দলে কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ বা দখলবাজের জায়গা নেই। তুচ্ছ কোনো ছুতা পেলেই ফেসবুকে নানা লেখা হয়, অভিযোগ দেওয়া হয়। অথচ চারপাশে তাকালে দেখা যায়, অন্যরা কিভাবে চাঁদাবাজি-টেন্ডারবাজি করছে। তাই নেতাকর্মীদের সজাগ থাকতে হবে।

এ সময় উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম মবিনের সভাপতিত্বে সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ বিভাগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু ওয়াহাব আকন্দ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সহ-সভাপতি শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজী ইসরাইল মিয়াসহ জেলা ও উপজেলা বিএনপির অন্যান্য নেতারা।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট