মুহাম্মদ কাইসার হামিদঃ
কিশোরগঞ্জের কুলিয়ারচর পৌর এলাকায় রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন ইউএনও মো. ইয়াসিন খন্দকার।
আজ বুধবার (৩ ডিসেম্বর) বিকালে পৌর এলাকার কুলিয়ারচর বাজার লঞ্চঘাট হতে দাস পাড়া নির্মাণাধীন রাস্তার উন্নয়ন কাজ পরিদর্শন করেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহের রিজিওনাল সুপারভিশন ইঞ্জিনিয়ার বাসুদেব সাহা, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, উপজেলা বিএনপি’র যুগ্ম- সাধারণ সম্পাদক ও মানবজমিন প্রতিনিধি এ্যাডভোকেট মুহাম্মদ শাহ্ আলম, পৌরসভার সহকারী প্রকৌশলী আবুল আহসান ভূইয়া, কার্য-সহকারী প্রকৌশলী মো. জসিম উদ্দিন, হিসাব রক্ষক বিধান চন্দ্র দাস, কঞ্জারভেন্সী ইন্সপেক্টর মো. শরীফ মিয়া, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মো. আলী সোহেল, সিফাত আহমেদ, মো. সবুজ মিয়া ও ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন সহ পৌরসভার কর্মচারীবৃন্দ।
জানা যায়, ব্লকসহ আরসিসি ১শত মিটার দৈর্ঘ্যের এ রাস্তার ব্যয় ধরা হয়েছে ৭৫ লাখ টাকা।
এরাস্তা নির্মাণ হওয়ায় দাস পাড়া গ্রামের মানুষের দীর্ঘ দিনের দাবী পূরন হতে চলছে।