বিশেষ প্রতিনিধিঃ
ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)’র বার্ষিক নির্বাচনে সভাপতি পদে আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক পদে মাইনুল হাসান সোহেল পুনর্নির্বাচিত হয়েছেন। সংবাদকর্মীদের এই শীর্ষ সংগঠনে অভিজ্ঞ নেতৃত্বের ধারাবাহিকতা বজায় থাকায় সাংবাদিক মহলে উচ্ছ্বাস ও আশাবাদ তৈরি হয়েছে।
সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মেহেদী আজাদ মাসুম, যুগ্ম-সম্পাদক পদে জাফর ইকবাল এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন। নবনির্বাচিত নেতৃবৃন্দের প্রতি ডিআরইউ সদস্যরা জানিয়েছেন অভিনন্দন ও আস্থা-সংগঠনের সেবায় তাঁরা আরও গতিশীল ভূমিকা পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন অনেকেই।
যারা বিজয়ী হতে পারেননি, তাঁদের প্রতিও জানানো হয়েছে শুভেচ্ছা, শুভকামনা ও আগামী দিনের লড়াইয়ে নতুন উদ্যমে ফিরে আসার আহ্বান।নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হওয়ায় সদস্যরা নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়েছেন।