কুলিয়ারচর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়ন যুবদল নেতা কামরুজ্জামান রুবেলের বিরুদ্ধে স্থানীয় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।
মঙ্গলবার (১৯আগস্ট) সন্ধ্যায় দৈনিক বাংলাদেশের খবর কটিয়াদী উপজেলা প্রতিনিধি, কটিয়াদী নজরুল একাডেমি’র সদস্য ও নিরাপদ সড়ক চাই কটিয়াদী উপজেলা কমিটির নির্বাহী সদস্য আচমিতা ইউনিয়নের অগ্রেরকোনা গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে সাংবাদিক মো. মিজানুর রহমান কটিয়াদী মডেল থানায় লিখিত ভাবে এ অভিযোগ দাখিল করেন।
অভিযুক্ত কামরুজ্জামান রুবেল (৪০) উপজেলার আছমিতা ইউনিয়নের অষ্টঘড়িয়া গ্রামের মৃত দুলাল মিয়ার ছেলে। সে আচমিতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক।
অভিযোগ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ওই সাংবাদিক তার পেশাগত দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে ইউএনও’র সামনে বসা ছিলেন। এসময় আচমিতা রিলাক্স রেস্টুরেন্টের বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ও ওই সাংবাদিক কথা বলার সময় যুবদল নেতা রুবেল উপজেলা নির্বাহী অফিসারের সামনে ওই সাংবাদিককে অকথ্য ভাষায় গালিগালাজ আরম্ভ করে। এক পর্যায়ে ওই সাংবাদিক ইউএনও’র অফিস থেকে নিচ তলায় চলে আসলে সেখানে গিয়ে ওই সাংবাদিককে মারপিট করতে যায়।
এসময় কটিয়াদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মুরসালিন দারাশিকোসহ স্থানীয়রা এগিয়ে এসে ওই যুবদল নেতার হাত থেকে সাংবাদিক মিজানুর রহমানকে উদ্ধার করে নিয়ে যায়। এসময় ওই যুবদল নেতা জনসম্মুখে ওই সাংবাদিককে প্রাণনাশের হুমকি দেয় এবং কি ভাবে কটিয়াদীতে সাংবাদিকতা করে তা দেখে নিবে বলেও হুমকি দেয়। যুবদল নেতার এসব হুমকি ধামকিতে আতংকে পরিবার পরিজন নিয়ে নিরাপত্তা হীনতায় ভূগছেন বলে দাবী করেন সাংবাদিক মিজানুর রহমান।
জানা যায়, যুবদল নেতা কামরুজ্জামান রুবেল দলীয় ক্ষমতার অপব্যবহার করে মানুষকে অযথা হেনস্থা করে আসছে।
সাংবাদিক মিজানুর রহমান তার জানমাল সহ পরিবাররের নিরাপত্তার জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
অভিযুক্ত কামরুজ্জামান রুবেলের সাথে যোগাযোগ করার চেষ্টা করেও তার সাথে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় তার বক্তব্য নেওয়া যায়নি।
এ ব্যাপারে কটিয়াদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) তরিকুল ইসলাম ওই সাংবাদিকের দাখিল করা অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন, অভিযোগটি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এব্যাপারে রাত ১০টা ৪৫ মিনিটের সময় কটিয়াদী উপজেলা নির্বাহী অফিসার মো. মাঈদুল ইসলামের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।