নিজস্ব প্রতিনিধিঃ
ভৈরব উপজেলার বদলী জনিত বিদায়ী ইউএনও শবনম শারমিনকে নিরাপদ সড়ক চাই (নিসচা) উপজেলা শাখার পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ শনিবার (২৯ নভেম্বর) বিকালে ভৈরব উপজেলা নির্বাহী অফিসার ও নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সম্মানিত উপদেষ্টা শবনম শারমিনকে আনুষ্ঠানিক বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। বিকেল ৩টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে নিসচা ভৈরব শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী অতিথিকে ক্রেস্ট ও ফুলের তোড়া প্রদান করেন নিসচা ভৈরব শাখার সড়কযোদ্ধাগণ।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম। সার্বিক পরিচালনায় ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় কার্যকরী সদস্য মোঃ আলাল উদ্দিন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সাধারণ সম্পাদক প্রভাষক ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক শাহ আলম জনি, দপ্তর সম্পাদক রাকিব হোসাইন, মহিলা বিষয়ক সম্পাদক সাবিনা ইয়াসমিন, কার্যকরী সদস্য নজরুল ইসলাম, আফসানা নাজনীন প্রিয়া, সাধারণ সদস্য এম এ বাকী বিল্লাহ, তাসলিমা খাতুন লিসা ও আবেদ হোসেন পলাশ প্রমূখ।
বক্তারা বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শবনম শারমিন মহোদয়ার ভৈরবে দায়িত্ব পালনকালে ১৩ মাসের কর্মদক্ষতা, মানবিকতা এবং সেবামুখী প্রশাসনিক ভূমিকার উচ্চ প্রশংসা করেন।
পরবর্তীতে নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক ও ফুলেল শুভেচছা প্রদান করে বিদায় জানানো হয়।