বিশেষ প্রতিনিধিঃ
টানা ৪ বার কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অষ্টগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শহিদুল হক ও ২য় বার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন। একই সঙ্গে যোগদানের পর এই নিয়ে টানা চারবার (হ্যাটট্রিক) শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন এএসপি মো: শহিদুল হক।
আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ সার্কেল অফিসারকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, যথাযথ পেশাগত দায়িত্ব পালন, এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত আসামি গ্রেফতার, লুণ্ঠিত ও চোরাই মাল উদ্ধারসহ জেলায় সর্বোচ্চ মাদক উদ্ধার ক্ষেত্রে অবদান রাখায় অভিন্ন মানদন্ডের আলোকে জেলায় শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হন অষ্টগ্রাম থানা অফিসার্স ইনচার্জ ওসি রুহুল আমিন। এছাড়াও একই থানার এসআই (নি:) একেএম মোশারফ হোসেন শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী অফিসার এবং এএসআই (নিঃ) মোঃ শফিকুল আলম শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত হন। সেই সাথে কলমা ইউনিয়নের গ্রাম পুলিশ সোহেল দাস বিভিন্ন কাজে সহযোগিতা করে বিশেষ পুরস্কারে ভূষিত হন। বলা যায় কাজের স্বীকৃতি হিসেবে তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়েছে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন দৈনিক উজানভাটি’কে জানান, এ সফলতা আমার একার নয়-সকলের আন্তরিক প্রচেষ্টার কৃতিত্ব। পেশাগত দায়িত্ব পালনকালে আমি কিশোরগঞ্জের সুযোগ্য পুলিশ সুপার স্যার, সার্কেল এসপি স্যারের সঠিক দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। আমি পুলিশের পেশায় এসেছি মানুষের সেবার পাশাপাশি পেশার সুনাম অক্ষুন্ন রাখার শপথ নিয়ে। আমরা সর্বোচ্চ সেবা দিয়ে এলাকার মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি মাত্র। আমি বিশ্বাস করি আমরা সকলে চাইলেই একটা সুন্দর ও সুশৃঙ্খল দেশ আগামী প্রজন্মকে উপহার দিতে পারব।