সাব্বির আহমদ মানিক, বাজিতপুর প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের বাজিতপুর ও নিকলী দুই উপজেলায় বিএনপির মনোনয়ন শেখ মুজিবুর রহমান ইকবালকে দেয়ার দাবিতে ২৫ টি স্থানে একইদিন মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২২ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দুই উপজেলায় ২৫টি স্পটে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে এই কর্মসূচি পালিত হয়।
নিকলীতে ১৩ পয়েন্টে মানববন্ধন নিকলী উপজেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট মানিক মিয়া ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম হেলিম তালুকদারে নেতৃত্বে উপজেলার ১৩টি গুরুত্বপূর্ণ স্থানে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্থানগুলো হলো-মহরকোনা, নিকলী নতুন বাজার, নিকলী গার্লস স্কুল মোড়, হাসপাতাল মোড়, কোর্শা মোড়, পুড্ডা মোড়, ধারীশ্বর মোড়, সাজনপুর মোড়, রসুলপুর বাজার, কতুবপুর সংলগ্ন এলাকা এবং আরও কয়েকটি পয়েন্টে অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, স্বৈরাচার বিরোধী সব আন্দোলনে যিনি রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন, তাকে বাদ দিয়ে বাইরের কাউকে নিকলী-বাজিতপুর আসনে মনোনয়ন দিলে নেতাকর্মীরা তা মেনে নেবে না। এতে বিএনপির সাংগঠনিক কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”কেন্দ্রীয় নেতাদের উদ্দেশে তারা বলেন ইকবালকে মনোনয়ন দেওয়ার জোর আহ্বান জানান।
মানববন্ধনে নিকলী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন।
অপরদিকে বাজিতপুর বিএনপির উদ্যোগে একই দাবিতে বাজিতপুর উপজেলায়ও ১২টি স্থানে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। স্থানগুলো হলো বটতলা, মথরাপুর, মাছের আড়ত, কৈলাগ রোড, বাজিতপুর বাজার বাসমহল, ব্রিজসংলগ্ন রেজু মার্কেট, সরারচর বিদ্যুৎ অফিস, সরারচর শিবনাথ স্কুল, সরারচর হিলচিয়া রোড, জ্ঞানপুর চৌরাস্তা, মইতপুর, সাতবাড়িয়া মোড় থেকে কুতুবপুর পর্যন্ত বিভিন্ন পয়েন্ট।
উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোস্তফা আমিনুল হক, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনিরের নেতৃত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান আবুল ফজল হোসেন, যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মর্তুজা আলী জাহাঙ্গীর, শ্রমিক দলের সভাপতি আলী হাসান সবুজ, যুব বিষয়ক সম্পাদক শেখ রাফিদ রহমান, ছাত্রদলের সদস্য সচিব ইফতেখার হায়দার ইফতি, জাসাস আহ্বায়ক ফয়েজ আহমেদ মিটু, ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা এরশাদুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন ।
নেতারা বলেন, গত ১৬ বছর ধরে হিমালয়ের মতো দৃঢ় হয়ে বাজিতপুর-নিকলী অঞ্চলে বিএনপিকে সংগঠিত করে আসছেন শেখ মুজিবুর রহমান ইকবাল। তাকে বাদ দিয়ে অন্য কাউকে মনোনয়ন দিলে দল নেতৃত্বশূন্য হয়ে যাবে এবং সাংগঠনিকভাবে ক্ষতিগ্রস্ত হবে।”
এক দাবি-এক স্লোগান: ‘ইকবাল আমাদের নেতা মনোনয়ন চাই এখনই’ মানববন্ধন চলাকালে দুই উপজেলার রাস্তাজুড়ে হাজার হাজার নেতাকর্মীর ঢল নামে। স্লোগানে স্লোগানে তারা মুখরিত করে তোলেন পুরো এলাকা। সবাই একবাক্যে দাবি জানান- বাজিতপুর -নিকলী আসনে আমাদের প্রিয় নেতা শেখ মুজিবুর রহমান ইকবালকে মনোনয়ন দিতে হবে।”
নেতাকর্মীরা কেন্দ্রীয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি অনুরোধ জানান এবং স্থায়ী কমিটির নেতৃবৃন্দের কাছে আহ্বান জানান , মনোনয়ন চূড়ান্ত করার সময় তৃণমূলের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। এ সময় দুই উপজেলার হাজার হাজার লোক রাস্তায় নামে এবং বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।