মোহাম্মদ রাসেল: ইটনা প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের পাগলশী গ্রামের আওয়ামী লীগের সাবেক ওয়ার্ড সহ-সভাপতি জসিম মিয়া (৩৮) কে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যায় তাকে পাগলশী বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) জাফর ইকবাল বিষয়টি নিশ্চিত করে। তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা এবং ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনের সময় বিএনপির কার্যালয় ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
উল্লেখ্য, গ্রেপ্তারকৃত জসিম মিয়া স্থানীয়ভাবে একাধিক মামলার আসামি এবং রাজনৈতিক সহিংসতার সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।