নিজস্ব প্রতিনিধিঃ
সেবার মাধ্যমে নির্বাচনী এলাকায় প্রচারণায় অধ্যাপক ডাঃ শাহীন রেজা চৌধুরীর।কিশোরগঞ্জের মিঠামইনে বীরমুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল (অবঃ) মোঃ গাজীউর রহমান হার্ট ও চক্ষু হেলথ ক্যাম্পে নামে রোগীদের দিয়েছেন ফ্রি চিকিৎসা, ঔষধ ও চশমা।
শনিবার (১৫ নভেম্বর) সকালে মিঠামইন উপজেলা সদরের অফিসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত ফ্রি চক্ষু ও হার্ট মেডিকেল ক্যাম্পে দেড়সহস্রাধিক রোগী বিনামূল্যে চিকিৎসাসেবা গ্রহণ করেছেন।
স্বাস্থ্যসেবাবঞ্চিত হাওর এলাকা মিঠামইন উপজেলার সাধারণ মানুষের জন্য আয়োজন করা এই ক্যাম্পে হৃদরোগ ও চক্ষুব্যাধিসহ দুটি বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের পরীক্ষা-নিরীক্ষা ও পরামর্শ প্রদান করেন। পাশাপাশি ১ হাজার রোগীকে বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ ও ৫ শতাধিক রোগীকে চশমা দেওয়া হয়েছে। ১২০ জন রোগীকে ফ্রি ছানি অপারেশন জন্য বাছাই করা হয়েছে।
কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনে স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরীর
উদ্যোগে মিঠামইন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ব্যবস্থাপনায় অনুষ্ঠিত বীরমুক্তিযোদ্ধা ল্যান্স কর্পোরাল (অবঃ) মোঃ গাজীউর রহমান হার্ট ও চক্ষু মেমোরিয়াল হেলথ ক্যাম্পে উপস্থিত ছিলেন ডাঃ শাহীন রেজা চৌধুরীর বড়ভাই বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী, বীরমুক্তিযোদ্ধা ফরিদ আহমেদ, বীরমুক্তিযোদ্ধা ইব্রাহিম মিয়া, অষ্টগ্রাম রোটারি কলেজের প্রিন্সিপাল আরিফ খান প্রমূখ।
দিনব্যাপী এই আয়োজনে মিঠামইন উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা রোগীদের ভিড় লক্ষ্য করা যায়। স্থানীয়রা জানান, এই ধরনের সেবা কার্যক্রম গ্রামীণ জনগণের জন্য অত্যন্ত উপকারী এবং মানবিক উদ্যোগ হিসেবে তারা এ আয়োজনকে স্বাগত জানান।
মেডিকেল ক্যাম্পে আগতদের উদ্দেশে
অধ্যাপক ডাঃ সোহেল রেজা চৌধুরী ও অধ্যাপক ডাঃ শাহীন রেজা চৌধুরী বলেন, গ্রামীণ মানুষের জন্য মানসম্মত হৃদরোগ ও চক্ষু সেবা নিশ্চিত করা আমাদের দায়িত্ব ও অঙ্গীকার। অর্থের অভাবে যেন কেউ চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হয় -এজন্যই আমাদের এই স্বাস্থ্য সেবা কার্যক্রম। ভবিষ্যতেও ইটনা মিঠামইন অষ্টগ্রামের মানুষের কল্যাণে আরো বড় পরিসরে সেবা নিয়ে আসার পরিকল্পনা রয়েছে।
তাঁরা আরও বলেন,এলাকার সাধারণ মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত করতে নিয়মিতভাবে এমন উদ্যোগ অব্যাহত থাকবে। জনগণের পাশে থাকা ও তাদের কষ্ট লাঘব করাই আমার মূল লক্ষ্য।
অনুষ্ঠিত ক্যাম্পে ১ হাজার রোগীকে মেডিসিন এবং ৫ শতাধিক রোগীকে চশমা প্রদান করা হয়েছে। সেই সাথে চোখের ছানি অপারেশনের জন্য ১২০ জনকে বাছাই করা হয়েছে। তাদেরকে হবিগঞ্জ শাহিদ চক্ষু হাসপাতালে ফ্রি ছানি অপারেশন করা হবে।