বিশেষ প্রতিনিধিঃ
“সকল মানুষ, সমান অধিকার মানবতা হোক আমাদের অঙ্গীকার” এই পতিপাদ্যে জাতীয় মানবাধিকার সোসাইটি, কিশোরগঞ্জ জেলা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কিশোরগঞ্জ জেলা স্কাউটস ভবনে মতবিনিময় ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় মানবাধিকার সোসাইটি কিশোরগঞ্জ জেলা শাখার সভাপতি মুহাম্মদ কামরুল আহসানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. বশির আহমেদ এর সঞ্চালনায় এতে সহ-সভাপতি একেএম মাহবুবুল আলম, যুগ্ম-সাধারন সম্পাদক নাহিদ সুলতানা স্বর্ণা, মো. ফরিদ উদ্দিন পলাশ, সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান, অর্থ সম্পাদক শামীমা বেগম রিমা, আইন সম্পাদক, এড. হারিছ উদ্দিন দুদু, জনসংযোগ সম্পাদক এডভোকেট তানভীর হাসান রানা, সমাজসেবা সম্পাদক, মো. দেলোয়ার হোসেন দিলু, আর্ন্তজাতিক সম্পর্ক বিষয়ক সম্পাদক এডভোকেট মো. মাহফুজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. মোকাররম হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক মো. আজিজুল ইসলাম, নারী কল্যান বিষয়ক খুজিস্থা বেগম জোনাকী, শিশু কল্যান বিষয়ক সম্পাদক হাসিনা জামান, ভূক্তভোগী সহায়তা বিষয়ক সম্পাদক এডভোকেট সমর সরকার, জনসচেতনতা বিষয়ক সম্পাদক মো. হুমায়ুন কবির, সংস্কৃতি বিষয়ক সম্পাদক, নাজমুল করিম রোয়েল, ক্রীড়া বিষয়ক সম্পাদক একেএম মীর আশরাফুল হক চন্দন, স্বেচ্ছাসেবা বিষয়ক সম্পাদক, মাওলানা মো. আবু সাঈদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা মো. ইসমাঈল হোসেন,গণমাধ্যম বিষয়ক সম্পাদক মো. ফারুকুজ্জামান, অপারেশনাল বিষয়ক সম্পাদক, এডভোকেট মাহবুবুর রহমান, ডিজিটাল মিডিয়া বিষয়ক সম্পাদক সুলতান রায়হান ভূঁইয়া রিপন, আইটি বিষয়ক সম্পাদক মোহাম্মদ শরীফুল ইসলাম, ভোক্তা অধিকার বিষয়ক সম্পাদক মো. জাকির হোসেন, বাজার গবেষণা বিষয়ক সম্পাদক মো. দিদারুল আলম লিমন, শ্রম বিষয়ক সম্পাদক মশিউর রহমান তালুকদার, অর্থনীতি বিষয়ক সম্পাদক মো. মজিবুল হায়দার, সামাজিক যোগাযোগ বিষয়ক সম্পাদক নুসরাত জাহান ।
মানবাধিকার সোসাইটির সভাপতি মুহাম্মদ কামরুল আহসান বলেন, যেখানে অসঙ্গতি, বৈষম্য সেখানেই মানবাধিকারকর্মীদের প্রতিবাদ করতে হবে। দেশের যেখানেই মানবাধিকার লঙ্গনের ঘটনা ঘটবে, আমরা থাকব প্রতিবাদ মুখর।
তিনি আরো বলেন, ওয়ার্কসপ সেমিনার, নারী ও শিশু নির্যাতন, বাল্যবিবাহ প্রতিরোধ ও সমাজের সকল অসঙ্গতির বিরুদ্ধে আমরা কাজ করে যাবো।