নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের হাওরবেষ্টিত অষ্টগ্রাম উপজেলায় দেবশ্রী রানী দাস (১৬) নামের এক স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু ঘটেছে।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে ১১টার মধ্যে কলমা ইউনিয়নের আলালপুর গ্রামে নিজ ঘরে এ ঘটনা ঘটে।
নিহত দেবশ্রী রানী দাস ওই এলাকার রামপ্রসাদ দাস ও শুভা রানী দাসের বড় মেয়ে এবং মোহনতলা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিলেন।
প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল, দেবশ্রী পরীক্ষায় ফেল করায় হতাশ হয়ে আত্মহত্যা করেছে। তবে এ বিষয়ে নতুন তথ্য উঠে এসেছে। মোহনতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্র চন্দ্র দাস এ বিষয়ে জানান, “আমাদের বিদ্যালয়ে এখনো টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তাহলে টেস্ট পরীক্ষায় কিভাবে ফেল করল।
আমাদের বিদ্যালয় কেন সারা বাংলাদেশে এখনো কোন টেস্ট পরীক্ষা হয়নি। তবে দেবশ্রী নিয়মিত স্কুলে যোগাযোগ রাখতো এবং পড়াশোনায় মনোযোগী ছিল। কেউ যদি বলে পরীক্ষায় ফেল করেছে, সেটা সঠিক নয়। হয়তো অন্য কোনো বিষয় আড়াল করার চেষ্টা চলছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যেও নানা প্রশ্ন উঠেছে। অনেকেই বলছেন, ঘটনার পেছনে পারিবারিক বা সামাজিক অন্য কোনো কারণ থাকতে পারে, যা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসতে পারে।
অষ্টগ্রাম থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। থানার ওসি (তদন্ত) জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এদিকে সচেতন মহল মনে করছে, ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা জরুরি, যাতে একটি নিরপরাধ পরিবারের ওপর অযথা কলঙ্ক না লাগে এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনাও প্রতিরোধ করা যায়।