বিশেষ প্রতিনিধিঃ
নবগঠিত কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দের সাথে জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম মতবিনিময় করেছেন।
আজ মঙ্গলবার (২১ অক্টোবর) দুপুরে শহরের আখড়া বাজার এলাকার সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।
সভায় সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ জেলার সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরেন। তারা গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিতের বিষয়ে গুরুত্ব দেন।
মাজহারুল ইসলাম বলেন, “গণমাধ্যম সমাজের আয়না। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে সাংবাদিকরা দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে।”
মতবিনিময় সভায় নবগঠিত সাংবাদিক সংগঠনের সভাপতি সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার নূর মোহাম্মদ এবং সাধারণ সম্পাদক চ্যানেল আই এর কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি এসকে রাসেলসহ কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।