বিশেষ প্রতিনিধিঃ
সেপ্টেম্বর-২০২৫ মাসের কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হয়েছেন অষ্টগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. শহিদুল হক ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন। একই সঙ্গে যোগদানের পর এই নিয়ে টানা তিনবার (হ্যাটট্রিক) শ্রেষ্ঠ সার্কেল অফিসার নির্বাচিত হলেন এএসপি মো: শহিদুল হক।
আজ রবিবার (১৯ অক্টোবর) সকাল ৯টায় কিশোরগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিলসেডে আয়োজিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে শ্রেষ্ঠ ওসি ও শ্রেষ্ঠ সার্কেল অফিসারকে সম্মাননা স্মারক ও পুরস্কার প্রদান করেন জেলা পুলিশ সুপার মোঃ হাসান চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা যায়, যথাযথ পেশাগত দায়িত্ব পালন, এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন, ঘটনায় জড়িত আসামি গ্রেফতার, লুণ্ঠিত ও চোরাই মাল উদ্ধারসহ শারদীয় দুর্গাপূজার মতো বড় কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করার স্বীকৃতি হিসেবে তাঁদের এই সম্মাননা প্রদান করা হয়েছে।
অষ্টগ্রাম থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন দৈনিক উজানভাটি’কে জানান, সকলের প্রচেষ্টায় আমার এই অর্জন। পেশাগত দায়িত্ব পালনকালে আমি পুলিশ সুপার মহোদয়, সার্কেল এসপি মহোদয়ের দিক নির্দেশনায় কাজ করে যাচ্ছি। আমি পুলিশের পেশায় এসেছি মানুষের সেবা করার জন্য। আমরা সর্বোচ্চ সেবা দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করে যাচ্ছি মাত্র। আমি বিশ্বাস করি আমরা সকলে চাইলেই একটা সুন্দর সমাজ আগামী প্রজন্মকে উপহার দিতে পারব।