রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচকে সামনে রেখে কিশোরগঞ্জ-৩ (তাড়াইল -করিমগঞ্জ) আসনের স্বতন্ত্র প্রার্থী প্রবাসী ব্যাবসায়ী ও সমাজসেবক একেএম আলমগীর মতবিনিময় সভা ও জনসংযোগ করেছেন।
বুধবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় নিজ গ্রাম করিমগঞ্জ উপজেলার নিয়ামতপুর (মুড়িকান্দি) ঈদগাহ ময়দানে স্থানীয় জনসাধারণের সঙ্গে এক মতবিনিময় সভা ও গণসংযোগ করেন।
সভায় তিনি বলেন, “আমি রাজনীতি করতে এসেছি জনগণের সেবার জন্য। তাড়াইল-করিমগঞ্জের সার্বিক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, কর্মসংস্থানসহ ১২ দফা উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের অঙ্গীকার করছি।”
মতবিনিময় সভা শেষে একেএম আলমগীর নিয়ামতপুর বাজারে জনসংযোগ করেন এবং তার ঘোষিত ১২ দফা বাস্তবায়নের জন্য লিফলেট বিতরণ করেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময়ের পাশাপাশি তিনি তাদের সহযোগিতা ও দোয়া কামনা করেন।
এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তরুণ ভোটার, ব্যবসায়ী ও সমাজকর্মীরা উপস্থিত ছিলেন। মতবিনিময় সভা ও জনসংযোগে অংশগ্রহণকারীরা একেএম আলমগীরের উন্নয়ন ভাবনা ও কর্মপ্রচেষ্টাকে স্বাগত জানান স্থানীয়রা।