মাহবুব আলম, অষ্টগ্রাম প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার পূর্ব অষ্টগ্রাম কবির খান্দান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক কাইয়ূমের দায়িত্বহীন আচরণে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। জানা গেছে, বুধবার (১৫ অক্টোবর) স্কুল চলাকালীন সময়ে শিক্ষক কাইয়ূম প্রায় ১০–১৫ জন শিক্ষার্থীকে শ্রেণিকক্ষে রেখে নিজ বাড়িতে চলে যান।
শ্রেণিকক্ষ খোলা থাকলেও শিক্ষার্থীরা সারাদিন শিক্ষকবিহীন অবস্থায় ছিলেন। বিদ্যালয়ের দপ্তরির ছেলে উপস্থিত থাকলেও তিনি শিক্ষার্থীদের সংরক্ষণ বা দেখাশোনার দায়িত্ব নিতে পারেননি। সন্ধ্যায় (মাগরিবের আযানের সময়) বাচ্চারা বাড়িতে না আসায় উদ্বিগ্ন অভিভাবকেরা স্কুলে গিয়ে তাদের উদ্ধার করেন এবং সন্তানদের বাড়িতে ফিরিয়ে নিয়ে যান।
অভিভাবক এফরান চৌধুরী অভিযোগ করে বলেন, “আমাদের ছেলেদের বেঞ্চ টানাবে বলে আটকে রেখে মারধর করে এবং সারাদিন মানসিক চাপ সৃষ্টি করে। আমরা সন্ধ্যায় (মাগরিবের আযানের সময়) বাচ্চারা বাড়িতে না আসায় স্কুলে গিয়ে তাদের উদ্ধার করি।”
এ বিষয়ে স্থানীয় শিক্ষা কর্মকর্তা আতিকুর রহমান বলেন, “বিষয়টি আমি অবগত নই, তবে আমি এখনই বিষয়টি দেখছি।”
উজানভাটি প্রতিনিধি প্রধান শিক্ষকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান, “বিষয়টি সত্য। তবে আমরা তাদের মারধর করিনি। বিদ্যালয়ের দপ্তরি অসুস্থ থাকায় কয়েকটি বেঞ্চ বাইরে থেকে স্কুলে সংরক্ষণ করার জন্য বাচ্চাদের সহযোগিতা প্রয়োজন ছিল — সেই কাজের উদ্দেশ্যে তাদের (ইচ্ছায়) রাখা হয়েছিল। তবে অভিভাবকদের বিষয়টি জানানো প্রয়োজন ছিল, তা আমরা জানাইনি।”
এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে তীব্র সহানুভূতি ও ক্ষোভের মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিভাবকরা জানিয়েছেন, ভবিষ্যতে শিক্ষার্থীদের নিরাপত্তা ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে দ্রুত ও কার্যকর তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হোক।