নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের ইটনা উপজেলায় গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে রুমান মিয়া (২১) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রোববার (১২ অক্টোবর) দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্ৰামে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দুপক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে। তবে আহতদের নাম পরিচয় এখনও জানা যায়নি। তারা সিলেটসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসাধীন রোববার (১২ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান রুমান মিয়া। তিনি ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের গজারিয়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গরু চুরির ঘটনাকে কেন্দ্র করে গজারিয়া গ্রামের জসিম মেম্বার ও করিম মিয়ার গোষ্ঠীর লোকজনের মধ্যে রবিবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত ধারালো দেশীয় অস্ত্র নিয়ে দুগ্রপের সংঘর্ষ হয়।
এ সময় জসিম মেম্বারের গোষ্ঠীর রুমান মিয়া গুরুতর আহত হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাতে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যান।
স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে দুই গোষ্ঠীর মধ্যে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। কয়েকদিন আগে করিম মিয়ার গোষ্ঠীর এক ব্যক্তি জসিম মেম্বার গোষ্ঠীর বাড়ি থেকে গরু চুরির চেষ্টা করেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়রা গরুটি উদ্ধার করলে বিষয়টি নিয়ে সালিশের আয়োজন হয়। তবে সালিশের আগেই রবিবার দুপুরে উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।
মৃগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দারুল ইসলাম বলেন, দুপক্ষের সংঘর্ষে একজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন। এলাকায় বর্তমানে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
সংঘর্ষ ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইটনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাফর ইকবাল। তিনি আরও বলেন, পুলিশ এখনও ঘটনাস্থলে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। মামলার প্রক্রিয়া চলছে।