রুহুল আমিন, তাড়াইল প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের তাড়াইলে হাওরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে এক জেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
আজ শনিবার (১১ অক্টোবর) উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের চিকনী হাওরে সকাল ৭টার দিকে এ ঘটনা ঘটে। প্রাণ হারানো বজলু মিয়া (৪৮) বোরগাঁও গ্রামের মৃত রমজান আলীর ছেলে।
তাড়াইল থানা সূত্রে জানা যায়, শনিবার সকালে বজলু মিয়া পার্শ্ববর্তী বোরগাঁও চিকনী হাওরে মাছ ধরতে যান। সকালের দিকে বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত শুরু হলে বজলু মিয়ার উপর বজ্রপাত হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। এ ঘটনায় আহত দুজনকে তাড়াইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়িতে নিয়ে আসা হয়।
তাড়াইল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান এসব তথ্য নিশ্চিত করেন।