কুলিয়ারচর প্রতিনিধিঃ
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে ভোররাত পর্যন্ত বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত সন্ধ্যারাত থেকে শুরু করে মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) ভোর ২ ঘটিকা পর্যন্ত উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এসময় তিনি কুলিয়ারচর কেন্দ্রীয় শ্রী শ্রী কালীবাড়ি (দাসপাড়া) সার্বজনীন দুর্গা পূজা মণ্ডপ, দাসপাড়া শ্রী শ্রী দুর্গাপূজা স্বর্গীয় যজ্ঞেশ্বর দাস মহাশয়ের বাড়ি, বাজার শ্রী শ্রী কালিবাড়ি শ্রী শ্রী দুর্গাপূজা,মঘোষপাড়া শ্রী শ্রী দূর্গা পূজা মন্দির,(রামানন্দ ঘোষের বাড়ি), টিয়াকাটা খালেকারকান্দি সার্বজনীন শ্রী শ্রী দুর্গাপূজা মন্দির, ছয়সূতী স্বর্গীয় অমৃত দাসের বাড়ির সার্বজনীন শ্রী শ্রী দূর্গামন্দির ও হাজারীনগর স্বর্গীয় নিবারন ও সুরপশ ভৌমিক( লায়ন জিতেন্দ্র লাল ভৌমিক) মহাশয়ের বাড়ির পূজা মণ্ডপ সহ বিভিন্ন পূজা মণ্ডপসহ ফরিদপুর ও সালুয়া ইউনিয়নের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শক করেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে উপজেলার ছয়সূতী ইউনিয়নের হাজারীনগর সার্বজনীন শারদীয় দুর্গাপূজা উদযাপন কমিটি কর্তৃক আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি মো. শরীফুল আলম।
প্রমোদ রঞ্জন ভৌমিক এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, গুলশান বনানী সার্বজনীন পূজা ফাউন্ডেশনের সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সদ্য প্রাক্তন সভাপতি বাবু লায়ন জিতেন্দ্র লাল ভৌমিক, কুলিয়ারচর উপজেলা বিএনপি’র সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম এ হান্নান, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম ও কুলিয়ারচর উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পীযূষ কান্তি ঘোষ প্রমূখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন কুলিয়ারচর উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অরূপ রতন দাস বিজয়।
এসয় প্রধান অতিথি বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। আমাদের পূর্ব পুরুষের হিন্দু-মুসলমানদের মধ্যে যে ঐতিহাসিক বন্ধন রেখে গেছেন তা অটুট রাখা আমাদের দায়িত্ব। আমরা এক সাথে দেশের উন্নয়নে ভূমিকা পালন করতে চায়। আমরা প্রতিটা ধর্ম বর্ণের মানুষ বাংলাদেশের নাগরিক। এখানে সংখ্যালঘু- সংখ্যাগরিষ্ঠ বলে কিছু নেই। আমারা প্রত্যেকেই নিজেদের ধর্মীয় স্বাধীনতা পালন করা আমাদের