বিশেষ প্রতিনিধি:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানার নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন পুলিশ পরিদর্শক মাকছুদ আহাম্মদ (বিপি-৮২১১১৩৪৫১২)।
রোববার (২৮ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার এহতেশামুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে তাঁকে নাসিরনগর থানায় পদায়ন করা হয়। পরদিন সোমবার (২৯ সেপ্টেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে নাসির নগর থানার দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর নবযোগদানকারী ওসি মাকছুদ আহাম্মদ বলেন, “ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী জনপদ নাসিরনগর প্রাচীনকাল থেকেই সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত। চলমান দুর্গাপূজা উপলক্ষে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে নাসিরনগর থানার পুলিশ সদস্যরা সর্বাত্মক প্রস্তুত রয়েছে। সবার সহযোগিতায় আমরা একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত নাসিরনগর গড়ে তুলতে সক্ষম হবো।” তাই সকলের সহযোগিতা আন্তরিকভাবে কামনা করি।