তাড়াইল প্রতিনিধি:
‘অল্প সময়ে স্বল্প খরচে সঠিক বিচার পেতে-চলো যাই গ্রাম আদালতে’ উক্ত প্রতিপাদ্যকে ধারণ করে কিশোরগঞ্জের তাড়াইলে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, করণীয় নির্ধারণ বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতার মাধ্যমে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
আজ বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৭ টায় তাড়াইল উপজেলার সহিলাটী বাসষ্টেশনের খোলা জায়গায় কমিউনিটি পর্যায়ে বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের বাস্তবায়নে গ্রাম আদালত বিষয়ক সচেতনতা মূলক ভিডিও শো ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠায় গ্রাম্য আদালত বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করে বক্তারা বলেন, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ ৩য় পর্যায় প্রকল্পের মূল উদ্দেশ্য ও গ্রাম আদালতের সুবিধা- গ্রাম আদালত সর্ব্বোচ্চ ৩ লক্ষ টাকা মুল্যমানের ফৌজদারি ও দেওয়ানী মামলা নিষ্পত্তি করতে পারে, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সহ উভয় পক্ষের ২ জন করে মনোনীত প্রতিনিধি নিয়ে গ্রাম আদালত গঠিত হয়, নিজ ইউনিয়ন পরিষদেই গ্রাম আদালত বসে, বিচারিক প্যানেলে নিজেই প্রতিনিধি মনোনয়ন দেয়া যায়, বাদী এবং প্রতিবাদী নিজেরাই নিজেদের কথা বলেতে পারে, আইনজীবী নিয়োগের বিধান নেই।