কুলিয়ারচর প্রতিনিধিঃ
আসন্ন হিন্দু ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে কিশোরগঞ্জের কুলিয়ারচরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২২সেপ্টেম্বর) সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভায় নব- যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াছিন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেফতাহুল হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল মিল্লাত, সাধারণ সম্পাদক এম.এ হান্নান, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার আমির মাও. মুহাম্মদ রফিকুর রহমান, কুলিয়ারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাজী মো. শাহাদাৎ হোসেন শাহ্ আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী কুলিয়ারচর উপজেলা শাখার নায়েবে আমির মাও. মুহাম্মদ মাহবুবুর রহমান আবেদী, উপজেলা যুবদলের আহবায়ক মো. আজহার উদ্দিন লিটন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতার, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মাহফুজ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ মুহাম্মদ মাসুদ রানা, কুলিয়ারচর থানার ওসি (তদন্ত) খোকন চন্দ্র সরকার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকৌশলী (এলজিইডি) এসআরএমজি কিবরিয়া, সহকারী প্রকৌশলী (বিএডিসি) শাওন মালাকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহবুবা সিদ্দিকী, উপজেলা শিক্ষা অফিসার আবদুল আলিম রানা, উপজেলা একাডেমিক সুপারভাইজার মুহাম্মদ মুশফিকুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. ওমর ফারুক, উপজেলা সমবায় অফিসার মো. শহীদুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মুসলিমা বেগম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আনিসুর রহমান, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা জিপা সুলতানা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স লিডার মো. ইলিয়াস ভূইয়া, সালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ কাইয়ুম, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোস্তফা কামাল (কাজল), উছমানপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. লিটন মিয়া, ফরিদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. মোবারক হোসেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পীযুষ কান্তি ঘোষ, সাধারণ সম্পাদক বিজয় দাস, হিন্দু বুদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক সলিল কান্তি রায়, সদস্য সচিব শুসেন চন্দ্র দাস, সাংবাদিক মুহাম্মদ কাইসার হামিদ, মো. নাঈমুজ্জামান নাঈম, মোছা. শরীফুন নেছা শুভ্রা, ফারজানা আক্তার, লোকমান হোসাইন, মো. আলী সোহেল, শাহীন সুলতানা, মোছা. নিলুফা আক্তার নীলা, ছাত্র প্রতিনিধি ফয়সাল আহমেদ তুহিন ও ফাহিম আহমেদ সহ বিভিন্ন পূজামণ্ডপের প্রতিনিধিগণ।
এসময় নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মো. ইয়াছিন খন্দকার উপজেলার সকল শ্রেণি পেশার মানুষের সহযোগিতা কামনা করে বলেন, পূজা চলাকালীন সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষার্থে সকল প্রকার পদক্ষেপ নিবেন তিনি।
এবার উপজেলার ৬টি ইউনিয়ন ও পৌরসভায় ৩৪ টি মণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছর ৩২টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হয়। এবার দুইটি বেড়েছে। আসছে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ২ অক্টোবর বিসর্জনের মধ্য দিয়ে পূজা শেষ হবে।