1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন গঠিতঃ আহবায়ক হাবিব, সদস্য সচিব আঃ করিম কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি মো. শহিদুল হক ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রুহুল আমিন বাজিতপুর-নিকলীতে বিএনপির মনোনয়ন দাবিতে ইকবালের সমর্থনে ২৫ স্থানে মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ-১ আসনে এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স” তাড়াইলে জামায়াত প্রার্থী ডা.জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প যুবসমাজ অনলাইন জুয়ার ছোবলে আসক্ত, তাড়াইলে সন্তানদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা ইটনায় বিএনপির অফিস ভাঙচুর মামলায় আওয়ামীলীগ সাবেক নেতা গ্রেফতার কুলিয়ারচরে জিয়া পরিষদের অফিসে আগুন, থানায় মামলা রাজেন্দ্রপুর সেনানিবাসে আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫ তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে সভাপতি শরীফুল আলম, সম্পাদক মাজহারুল ইসলাম নির্বাচিত

  • প্রকাশিত: রবিবার, ২১ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৪ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধিঃ

কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনে কাউন্সিলরদের সরাসরি ভোটে টানা দ্বিতীয়বার সভাপতি হয়েছেন শরীফুল আলম, আর তৃতীয়বার সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মাজহারুল ইসলাম।

শনিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে শহরের পুরাতন স্টেডিয়ামে গোপন ব্যালটে ভোটগ্রহণ শুরু হয়। রবিবার ভোরে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহবায়ক অ্যাডভোকেট মিজানুর রহমান।

দীর্ঘ ৯ বছর পর অনু্ষ্ঠিত কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন জেলা শহরের পুরান স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয়েছে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা বিএনপির ১ম অধিবেশনের ত্রি- বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন  বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক  অ্যাড শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ।

উল্লেখ্য যে কেবল সভাপতি ও সাধারণ সম্পাদক এ দুটি পদেই ভোট গ্রহণ করা হয়। সম্মেলনে ২১টি সাংগঠনিক ইউনিট থেকে ২ হাজার ৯০ জন কাউন্সিলর পত্যক্ষ ভোটে অংশ গ্রহণ করেন।

সভাপতি পদে দুজন প্রার্থীর মধ্যে বর্তমান সভপতি শরীফুল আলম আনারস প্রতীকে পেয়েছেন ১ হাজার ৫২২ ভোট, আর তারঁ প্রতিদ্বন্দ্বী প্রার্থী সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি রুহুল হোসাইন ছাতা প্রতীকে পেয়েছেন ১৯৭ ভোট।

বর্তমান সাধারণ সম্পাদক পদে মাজহারুল ইসলাম রিকশা প্রতীকে পেয়েছেন ১ হাজার ১৫৯ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী সদ্য বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ যুগ্ম-সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল ফুটবল প্রতীকে পেয়েছেন ৬১১ ভোট।

সম্মেলনের কাউন্সিলর কিশোরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আমিনুল ইসলাম আশফাক, কিশোরগঞ্জ সদ্য বিলুপ্ত জেলা বিএনপির সদস্য ও অষ্টগ্রাম সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সৈয়দ ফাইয়াজ হাসান বাবু জানান, তারা উৎসবের আমেজে ভোট দিয়েছেন। সবার মাঝেই একটা আনন্দের পরিবেশ দেখা গেছে। এটা দলের অভ্যন্তরীণ গণতন্ত্রের একটি ভাল চর্চা বলেও তারা মন্তব্য করেন। যারাই নির্বাচত হোক, তাদের নেতৃত্বেই দলের জন্য কাজ করবেন বলেও এ তিন কাউন্সিলর জানান।

তবে খালেদ সাইফুল্লাহ ভিপি সোহেল একজনের ভোট অন্যজনে দেওয়াসহ কিছু অনিয়মের কথা বললেও প্রধান নির্বাচন কমিশনার মিজানুর রহমান জানিয়েছেন, তার কাছে কোনো প্রার্থী লিখিতভাবে অভিযোগ জমা দেননি। নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে তিনি দাবি করেন।

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট