1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০২:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন গঠিতঃ আহবায়ক হাবিব, সদস্য সচিব আঃ করিম কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি মো. শহিদুল হক ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রুহুল আমিন বাজিতপুর-নিকলীতে বিএনপির মনোনয়ন দাবিতে ইকবালের সমর্থনে ২৫ স্থানে মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ-১ আসনে এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স” তাড়াইলে জামায়াত প্রার্থী ডা.জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প যুবসমাজ অনলাইন জুয়ার ছোবলে আসক্ত, তাড়াইলে সন্তানদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা ইটনায় বিএনপির অফিস ভাঙচুর মামলায় আওয়ামীলীগ সাবেক নেতা গ্রেফতার কুলিয়ারচরে জিয়া পরিষদের অফিসে আগুন, থানায় মামলা রাজেন্দ্রপুর সেনানিবাসে আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫ তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি

আগামীকাল শনিবার কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন

  • প্রকাশিত: শুক্রবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৫০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

দীর্ঘ ৯ বছর পর আগামীকাল শনিবার (২০ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জেলা শহরের পুরান স্টেডিয়াম মাঠে ইতোমধ্যেই সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সম্মেলনস্থল তোরণ, মঞ্চ, বসার ব্যবস্থা, পোস্টার, ব্যানার ও ফেস্টুনে সাজানো হয়েছে। সেই সাথে পুরো জেলা সদর জুড়ে দলীয় নেতাকর্মীরা তোরণ আর ব্যানার-ফেস্টুনে সাজ সাজ বর বিরাজ করছে। সারা জেলা জুড়েই চলছে বিএনপির উৎসাহ আর উদ্দীপনা।

আবহাওয়া অনুকূলে থাকলে আগামীকাল শনিবার দুপুর থেকে সম্মেলনের কার্যক্রম শুরুর কথা থাকলেও আশা করা হচ্ছে ভোর কিংবা সকাল থেকেই নেতাকর্মীরা আসতে শুরু করবেন পুরান স্টেডিয়ামের সম্মেলনস্থলে।

কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত জেলা বিএনপির ত্রি বার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড শাহ মো. ওয়ারেছ আলী মামুন, সহ-সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ অংশ।

এর আগে গতকাল শুক্রবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে জেলা বিএনপির পক্ষ থেকে সম্মেলনের সার্বিক প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলন করার কথা থাকলেও অনিবার্য কারণে তা স্থগিত করা হয়েছে।

এর আগে জেলা বিএনপির সম্মেলনের ত্রি-বার্ষিক নির্বাচন পরিচালনা কমিটি সংবাদ সম্মেলনে বলেন, সম্মেলনে ২ হাজার ১০৭ জন কাউন্সিলরসহ অর্ধলক্ষাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন। সম্মেলনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

ত্রি বার্ষিক সম্মেলনে সভাপতি পদে বর্তমান সভাপতিসহ দুইজন এবং সাধারণ সম্পাদক পদে বর্তমান সাধারণ সম্পাদকসহ ৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বলে জানা যায়।

জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্তুতি বিষয়ে কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম গণমাধ্যমকে বলেন, প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করেই কিংবা মাথায় রেখেই শেষ পর্যায়ে চলছে প্রস্তুতি। আশা করি সকল প্রস্তুতি শেষে আগামীকালের সম্মেলন শান্তিপূর্ণভাবেই সম্পন্ন হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট