নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের সরবৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন করেছেন ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সকালে তিনি কিশোরগঞ্জ শহরের শ্রী শ্রী কালীবাড়ি মন্দিরে শারদীয় দূর্গা পূজার মন্ডপের প্রতিমা নির্মাণের প্রস্তুতি পরিদর্শন করেন। এ সময় তিনি নির্মাণাধীন নতুন মন্দিরভবন ও শিশুদের সাংস্কৃতিক পরিবেশনা ঘুরে দেখেন।
এবার শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব পালনে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি থাকবে জানিয়ে বিভাগীয় কমিশনার বলেন, সারা দেশে প্রতিটি পূজা মন্ডপে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে।
ঢাকা বিভাগের বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমদ চৌধুরীর কিশোরগঞ্জে শারদীয় দূর্গাপূজা উপলক্ষে পূজামন্ডপ পরিদর্শনের সময় কিশোরগঞ্জের জেলা প্রশাসক (যুগ্নসচিব) ফৌজিয়া খান, পুলিশ সুপার মোহাম্মদ হাছান চৌধুরী, কালিবাড়ি পরিচালনা কমিটির সভাপতি অসীম সরকার বাঁধন প্রসুখ এ সময় উপস্থিত ছিলেন।