নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ। ২০২৫ সালের (আগস্ট) মাসের পারফর্মেন্স বিবেচনায় তাকে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত ও পুরস্কৃত করা হয়।
বুধবার (১৭ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ (বিপিএম) বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ (ওসি) করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদের নাম ঘোষণা করেন এবং কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে সারাদেশে অভিন্ন মানদন্ডের আলোকে পুরস্কার হিসেবে করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদের হাতে ক্রেস্ট ও উপহার তুলে দেন। মাসিক কল্যাণ সভায় জেলা পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তা এবং সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ করিমগঞ্জ থানায় যোগদান করার পর থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্য বিবাহ, ইভটিজিং, নারী ও শিশু নির্যাতন, চুরি ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ দমন, আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ওয়ারেন্ট তামিল, বিভিন্ন গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন,মার্ডার মামলার মূল আসামি গ্রেফতার আলামত উদ্বারের বিশেষ অবদান গুরুত্বপূর্ন অভিযানের নেতৃত্বে বিশেষ ভূমিকা রাখায় তাকে কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় তার হাতে শ্রেষ্ঠ পুলিশ ক্রেস্ট ও তুলে দেন কিশোরগঞ্জের পুলিশ সুপার শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ (বিপিএম)
করিমগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ শেখ মোহাম্মদ মাহবুব মোর্শেদ জানান, আমাকে বিশেষ অবদানের জন্য কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত করায় আমি কৃতজ্ঞতা জানাচ্ছি কিশোরগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার মোঃ মোহাম্মদ হাছান চৌধুরী (বিপিএম) স্যারকে। সেই সাথে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি সিনিয়র সহকারী পুলিশ সুপার করিমগঞ্জ সার্কেল এএসপি এনামুল হক সহ করিমগঞ্জ উর্দ্ধতন পুলিশ অফিসার ও যারা আমার সাফল্যে সহযোগীতা করেছে।