নিজস্ব প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের অষ্টগ্রামে সহকারী কমিশনার (ভূমি)’র দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ব্যতিক্রমী চিকিৎসা সেবা নিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছেন।
আজ সোমবার( ৮ সেপ্টেম্বর) সকালে সাধারণ মানুষের মতোই দীর্ঘ সারিতে দাঁড়িয়ে সরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আহাদ। এতে উপস্থিত সবার মাঝে দারুণ আলোচনার সৃষ্টি হয়।
সকালে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসেন তিনি। অন্য সময়ের মতো প্রটোকল বা বিশেষ সুবিধা না নিয়ে সাধারণ রোগীদের সারিতে দাঁড়িয়ে নিজের সিরিয়াল আসা পর্যন্ত লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেন। বিষয়টি দেখে অনেকেই বিস্মিত হন, আবার অনেকে প্রশংসাও করেন।
স্থানীয়রা জানান, সরকারি একজন দায়িত্বশীল কর্মকর্তা জনগণের মতো একই লাইনে দাঁড়িয়ে চিকিৎসা নেওয়া সত্যিই বিরল ঘটনা। এতে প্রমাণিত হয়, তিনি মানুষের সঙ্গে সম্পৃক্ত হতে চান এবং সাধারণ মানুষের কষ্ট-ভোগ লাগবে সরাসরি বুঝতে চান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা জানান, কর্মকর্তার এ উদ্যোগ অনুপ্রেরণাদায়ক। এতে সরকারি সেবা গ্রহণের ক্ষেত্রে সাধারণ মানুষের আস্থা আরও বৃদ্ধি পাবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তার এ মানবিক আচরণ স্থানীয়দের মাঝে ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করেছেন “যদি সবাই এভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ান, তাহলে সরকারি সেবার মান আরও বেড়ে যাবে।” কমে আসবে হয়রানির মাত্রা।