1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
রবিবার, ২৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কিশোরগঞ্জ জেলা খুচরা সার বিক্রেতা এসোসিয়েশন গঠিতঃ আহবায়ক হাবিব, সদস্য সচিব আঃ করিম কিশোরগঞ্জ জেলার শ্রেষ্ঠ সার্কেল অফিসার এএসপি মো. শহিদুল হক ও শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন রুহুল আমিন বাজিতপুর-নিকলীতে বিএনপির মনোনয়ন দাবিতে ইকবালের সমর্থনে ২৫ স্থানে মানববন্ধন অনুষ্ঠিত কিশোরগঞ্জ-১ আসনে এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মো. ফয়সাল প্রিন্স” তাড়াইলে জামায়াত প্রার্থী ডা.জেহাদ খানের ফ্রি মেডিকেল ক্যাম্প যুবসমাজ অনলাইন জুয়ার ছোবলে আসক্ত, তাড়াইলে সন্তানদের নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা ইটনায় বিএনপির অফিস ভাঙচুর মামলায় আওয়ামীলীগ সাবেক নেতা গ্রেফতার কুলিয়ারচরে জিয়া পরিষদের অফিসে আগুন, থানায় মামলা রাজেন্দ্রপুর সেনানিবাসে আর্মি অর্ডন্যান্স কোরের ৪৫ তম বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৫ অনুষ্ঠিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করবে বিটিভি

নেত্রকোনা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন, সভাপতি আনোয়ারুল ও সম্পাদক রফিকুল নির্বাচিত 

  • প্রকাশিত: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ৩৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিনিধিঃ

নেত্রকোনা জেলা বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন দীর্ঘ ১১ বছর পর অনুষ্ঠিত হয়েছে। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক পদে রফিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন। দুজনই চলমান কমিটির আহ্বায়ক ও সদস্য সচিব ছিলেন।

শনিবার (৩০ আগষ্ট) গভীর রাতে এ ফলাফল ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমদ। এর আগে শনিবার দুপুরে মোক্তারপাড়া মাঠে অধ্যাপক ডা. আনোয়ারুল হকের সভাপতিত্বে ও ড. রফিকুল ইসলাম হিলালীর সঞ্চালনায় সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

পরে বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। ফলাফলে দেখা যায়, সদ্য বিলুপ্ত কমিটির আহ্বায়ক আনোয়ারুল হক সভাপতি পদে ১ হাজার ২৭৫ ভোট পান। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাহফুজুল হক পান ২১১ ভোট। বাতিল হয় ৭ ভোট।

এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব হাবিবুর নবী খান সোহেল, আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, চেয়ারপার্সনের উপদেষ্টা সৈয়দ আলমগীর, নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম, সহ-সাংগঠনিক অ্যাডভোকেট শাহ ওয়ারেছ আলী মামুন, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক এটিএম আব্দুল বারী ড্যানি, নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট খুরশেদ মিয়া আলম, অধ্যক্ষ রাবেয়া আলী, চৌধুরী আব্দুল্লাহ আল ফারুক, অ্যাডভোকেট আরিফা জেসমিন নাহীন প্রমুখ বক্তব্য দেন।

সাধারণ সম্পাদক পদে সদ্য বিলুপ্ত কমিটির সদস্য সচিব ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য রফিকুল ইসলাম পান ৭৪৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি আবদুল্লাহ আল মামুন খান পান ৭২১ ভোট। অপর প্রার্থী বিলুপ্ত কমিটির যুগ্ম আহ্বায়ক এস এম মনিরুজ্জামান দুদু পান ১৮ ভোট। বাতিল হয় ১০ ভোট।

নেত্রকোনা বিএনপির ১০টি উপজেলা ও ৫টি পৌর কমিটির মোট ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর ভোট দেন।

দলীয় সূত্রে জানা গেছে, সর্বশেষ নেত্রকোনা জেলা বিএনপির সম্মেলন হয়েছিল ২০১৪ সালের ২৫ অক্টোবর। শহরের চকপাড়ায় কোর্ট স্টেশন এলাকায় অনুষ্ঠিত ওই সম্মেলনে সভাপতি হন বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান, সাধারণ সম্পাদক নির্বাচিত হন চিকিৎসক আনোয়ারুল হক এবং সাংগঠনিক সম্পাদক হন ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মনিরুজ্জামান দুদু।

২০১৬ সালের ৮ মার্চ দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ১৯২ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন। পরে ২০১৯ সালের ৬ আগস্ট মেয়াদোত্তীর্ণ কমিটি বিলুপ্ত করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি। ওই সময় গঠিত ৬৭ সদস্যের আহ্বায়ক কমিটির আহ্বায়ক করা হয় আনোয়ারুল হককে এবং সদস্য সচিব করা হয় রফিকুল ইসলামকে। এই আহ্বায়ক কমিটির অধীনেই এত দিন জেলা বিএনপির কার্যক্রম পরিচালিত হচ্ছিল।

 

 

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট