1. bmkhayrul21@gmail.com : দৈনিক উজানভাটি : দৈনিক উজানভাটি
  2. info@www.dainikujanvati.info : দৈনিক উজানভাটি :
শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নির্বাচনের আগে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করতে হবে-কিশোরগঞ্জে আবু হানিফ ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার আগামী ৪ সেপ্টেম্বর আপিল বিভাগের রায় দীর্ঘ ২২ বছর পর বাজিতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনঃ সভাপতি ইকবাল-সম্পাদক মনিরুজ্জামান নির্বাচিত আন্দোলনের জন্য বের হলে সন্তানরা বাধা দিত, স্ত্রীরা আড়ালে কাঁদতোঃ শরীফুল আলম কটিয়াদীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, যুবদল নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ কিশোরগঞ্জে রেডক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট পরিদর্শন করলেন অধ্যাপক রমজান আলী নতুন সংবিধানের জন্য গণপরিষদ নির্বাচন লাগবে: নাহিদ ইসলাম বন্দর ও করিডোর নিয়ে অপপ্রচার চালানো হয়েছে: ড. ইউনূস জুলাইয়ের মধ্যে জাতীয় সনদ চূড়ান্ত করতে চাই: অধ্যাপক আলী রীয়াজ শিক্ষাঙ্গনে লাশের মিছিল আর দেখতে চায় না দেশবাসী : ডা. শফিকুর রহমান

দীর্ঘ ২২ বছর পর বাজিতপুর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনঃ সভাপতি ইকবাল-সম্পাদক মনিরুজ্জামান নির্বাচিত

  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ৩ বার পড়া হয়েছে

।নিজস্ব প্রতিনিধিঃ

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলা বিএনপির দীর্ঘ ২২ বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি
শেখ মুজিবুর রহমান ইকবাল ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির নির্বাচিত হয়েছেন।

বুধবার (২০ আগস্ট) দুপুরে বাজিতপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতাল মাঠে এ দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও বাজিতপুর উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ মুজিবুর রহমান ইকবালের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক মনিরুজ্জামান মনিরের সঞ্চালনায় অনুষ্ঠিত দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল।

দ্বি-বার্ষিক সম্মেলনে উদ্বোধক ছিলেন সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম।

প্রধান বক্তা ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) এডভোকেট শাহ্ ওয়ারেশ আলী মামুন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ-সাংগঠনিক সম্পাদক আবুল ওয়াহাব আকন্দ ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম।

এছাড়াও বক্তব্য জেলা বিএনপির সহ-সভাপতি জাহাঙ্গীর মোল্লা, সদর বিএনপির সভাপতি খালেদ সাইফুল্লাহ সোহেল, জেলা সাংগঠনিক সম্পাদক হাজী মোঃ ইসরাইল মিয়া, সহ-সভাপতি রুহুল হোসাইন ও রুহুল আমিন আকিল, কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি হাজী মোঃ মাসুক, বাজিতপুর পৌর বিএনপির সভাপতি এহসান কুফিয়া, ঢাকা উত্তর মহানগর শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সুমন ভূইয়া, নিকলী উপজেলা বিএনপির সভাপতি এ্যাড. বদরুল মোমেন মিঠু, কটিয়াদি উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান দীলিপ, কেন্দ্রীয় ছাত্রদলের সহ সভাপতি হাফিজুল্লাহ হীরা,
জেলা যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদ সুমন প্রমূখ।

সম্মেলনে বিএনপির বিভিন্ন গ্রুপের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। বিশেষ করে সাবেক এমপি মজিবুর রহমান মঞ্জুর ছেলে মোস্তাফিজুর রহমান মামুন, পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র এহসান কুফিয়া এবং পূর্বে গ্রুপিংয়ের কারণে উপেক্ষিত অনেক নেতাই অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

প্রধান অতিথি হাবিব উন নবী খান সোহেল বলেন, “আজকের সম্মেলন প্রমাণ করেছে, বিএনপি আগের চেয়ে আরও সুসংহত ও শক্তিশালী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে কাজ করব। শহীদ জিয়া ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ ধারণ করে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আমরা সফল হব। বাজিতপুর উপজেলা বিএনপি হবে একটি মডেল ইউনিট।

সম্মেলন উদ্বোধক সাংগঠনিক সম্পাদক (ময়মনসিংহ বিভাগ) ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম বলেন, বাজিতপুর বিএনপি আমাদের জেলার অন্যতম শক্তিশালী ইউনিট। আজকের সম্মেলনের মাধ্যমে এটি আরও শক্তিশালী হয়েছে। তাই ঐক্যকে ধরে রেখে বাজিতপুরের নেতাকর্মীরা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অগ্রণী ভূমিকা রাখবে।

সম্মেলনে সভাপতি পদে শেখ মুজিবুর রহমান ইকবাল এবং সাধারণ সম্পাদক পদে মনিরুজ্জামান মনির বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি শরীফুল আলম আনুষ্ঠানিকভাবে তাদের নাম ঘোষণা করেন। ১নং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোস্তাফিজুর রহমান মামুন এবং ২নং সাংগঠনিক সম্পাদক হিসেবে মোহাম্মদ আলীর নাম ঘোষণা করা হয়। পরবর্তীতে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জেলা কমিটির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

সভাপতি নির্বাচিত হওয়ার পর শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, “আপনাদের সহযোগিতা ও ভালোবাসা ছাড়া এই দায়িত্ব পালন সম্ভব নয়। আমি অঙ্গীকার করছি-সবার মতামত ও পরামর্শ নিয়ে সাংগঠনিক ঐক্য রক্ষা করে বিএনপিকে আরও শক্তিশালী করে গড়ে তুলব।”

বিএনপির প্রবীণ নেতারা মনে করছেন, এই সম্মেলনের মাধ্যমে বাজিতপুর উপজেলা বিএনপিতে দীর্ঘদিনের গ্রুপিংয়ের অবসান ঘটবে এবং সাংগঠনিকভাবে দল আরও সুসংহত হবে।

 

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত -২০২৫, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ।
ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট