কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি কিশোরগঞ্জ জেলা ইউনিট পরিদর্শন করেন জামায়াতে ইসলামী কিশোরগঞ্জ জেলা আমীর, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কিশোরগঞ্জ-৫ (নিকলী ও বাজিতপুর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোঃ রমজান আলী । এই সময় তাঁকে স্বাগত জানান কিশোরগঞ্জ ইউনিটের উপ সহকারী পরিচালক মোঃ আব্দুল মোতালেব ও প্রশাসনিক কর্মকর্তা আবদুল কাইয়ুম।
পরিদর্শনের সময় জেলা আমীরের সাথে ছিলেন শ্রমিক কল্যাণ ফেডারেশন কিশোরগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা হাবিবুর রহমান, রেডক্রিসেন্ট সোসাইটির ভলান্টিয়ার ইশতিয়াক আহমেদ ও আবিরুল ইসলাম।
মতবিনিময়ের সময় তিনি কিশোরগঞ্জ জেলা ইউনিটের কার্যক্রমের খোঁজ খবর নেন। অধ্যাপক মোঃ রমজান আলী জেলায় রেডক্রিসেন্টের কাজ সর্বত্র ছড়িয়ে দেয়ার জন্য যেকোনো সহযোগিতার আশ্বাস দেন।
তিনি তার নির্বাচনী এলাকা নিকলী ও বাজিতপুরের স্কুল, কলেজ ও মাদ্রাসায় রেডক্রিসেন্টের ইউনিট চালু করার জন্য অনুরোধ করেন।
উপ-সহকারী পরিচালক আবদুল মোতালেব জেলা আমীরকে রেডক্রিসেন্ট এর একটি ডায়রি উপহার প্রদান করেন।